মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে সামরিক শাসনবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স মান্দালয়ের স্বেচ্ছাসেবী জরুরি সেবাবিষয়ক সংস্থার বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে টানা গণবিক্ষোভ করছে দেশটির লাখো মানুষ। বড় বড় শহরের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলেও। এরই অংশ হিসেবে আজ মান্দালয়ে বিক্ষোভ করার সময় পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন।
খবরে বলা হয়, মান্দালয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ অভ্যুত্থানবিরোধীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং সরাসরি গুলিবর্ষণ করে। মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ভয়েস অব মিয়ানমারের সহযোগী সম্পাদক লিন খাইং ও মান্দালয়ের স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বলেছেন, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন।